শেষ আপডেট: 2nd September 2024 23:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই তাঁর ঘনিষ্ঠ ডাক্তারি পড়ুয়া-নেতাদের ডানা ছাঁটা শুরু হল।
সোমবার রাতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের পিজিটি অভীক দে'কে সংগঠন থেকে বরখাস্ত করা হল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বর্ধমান মেডিক্যাল কলেজের তরফেও পড়ুয়াদের দাবি মেনে এদিন রাত থেকে কলেজে অভীকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরেই।
আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর ওই দিন আরজি করের সেমিনার রুমে অভীককে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এব্যাপারে ভাইরাল ভিডিওয় (সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি) অভীকের পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ আরও একাধিকজনের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। তখনই জানা যায়, আরজি কর ঘটনার ১৫ দিন আগে চুঁচুড়ার এক ডাক্তারকে ফোনে হুমকি দিয়েছিলেন অভীক দে। এমনই বিস্ফোরণ অভিযোগ এনেছিলেন আইএম-এর হুগলি চুঁচুড়া শাখার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে ওই ঘটনারও তদন্ত করছে সিবিআই। দুর্নীতির জন্য কলকাতা-সহ দুই বঙ্গে নিজের ঘনিষ্ঠ কিছু ছাত্র নেতাকে দিয়ে তিনি সিন্ডিকেট রাজত্ব শুরু করেছিলেন বলে অভিযোগ। বর্ধমান সিন্ডিকেটের 'মাথা’ হিসেবে সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে'র বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা।
এদিন লালবাজারে যখন জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ চলছিল ঠিক তখনই অভীকের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পড়ুয়াদের দাবি মেনে বৈঠকে বসেছিল বর্ধমান মেডিক্যাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, টানা ৬ ঘণ্টা বৈঠক শেষে রাতে কলেজ কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে অভীক আর বর্ধমান কলেজে ঢুকতে পারবেন না।
কে এই অভীক দে? সূত্রের দাবি, এসএসকেএমের পিজিটি এই অভীক, হাসপাতালে মেডিক্যাল মাফিয়া চক্র চালান। তার দলবলই সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ। ওই লবির আবার দুটি শাখা রয়েছে দক্ষিণবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি। বয়স ও অভিজ্ঞতাতে ছোটো হলেও এই অভীক দে নাকি যথেষ্ঠ প্রভাবশালী।
একইভাবে মেদিনীপুর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে সন্দীপ-ঘনিষ্ঠ ছাত্র নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। এখন দেখার অভীকের মতো বাকিদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ এবং টিএমসিপি কোনও পদক্ষেপ নেয় কিনা।