শেষ আপডেট: 10th January 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দল থেকে সাসপেন্ড করা হল আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে। দলের অন্যতম নেতা তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।
আরজি কর কাণ্ডের পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন শান্তনু সেন। সরাসরি নিশানা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেই সময়ে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র নিয়ে নানা মন্তব্য করেছিলেন তিনি। এরপরই তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। আর এবার দল থেকেই সাসপেন্ড করা হল শান্তনুকে। তাহলে কি সেই আরজি কর নিয়ে মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন।
এদিকে আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূলের অস্বস্তি অনেকদিনেরই। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছরের ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর থেকেই আরেক তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে তাঁর বারংবার সংঘাত লাগে। নতুন বছরের প্রথমদিনই আরাবুলের ওপর হামলার অভিযোগও ওঠে শওকতের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আরাবুল।
এই পরিস্থিতির মধ্যেই দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন ভাঙড়ের 'তাজা নেতা'। তবে ঠিক কী কারণে আরাবুল এবং শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে ধন্দ রয়েছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক ছিল শুক্রবার। সেই বৈঠকে ছিলেন জয়প্রকাশ মজুমদার। ভিডিও বার্তায় জানান, দলের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে।