একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস।
অনিল দাস
শেষ আপডেট: 30 June 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খরিদা এলাকায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর বেবি কোলের (Baby Kole) বিরুদ্ধে। যাকে তিনি হেনস্থা করেছেন তিনি প্রবীণ সিপিএম নেতা অনিল দাস (Anil Das)। এই ঘটনায় অভিযুক্ত নেত্রীকে শোকজ (Show Cause) করল তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী তিনদিনের মধ্যে তাঁর আচরণের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টির তীব্র নিন্দা করে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তারপরই ওই নেত্রীকে শোকজ করা হল দলের তরফে।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনিল দাস খড়্গপুর টাউন থানায় আগেই লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের বেবি কোলের বিরুদ্ধে। কিন্তু পুলিশের তরফে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা খবর।
ঠিক কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেবি কোলের নেতৃত্বে একদল লোক খরিদা এলাকায় রাস্তায় অনিলবাবুকে ধরে ফেলেন এবং তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। প্রাণে বাঁচতে বামনেতা একটি রংয়ের দোকানে আশ্রয় নেন, সেখানেও তাঁকে নিস্তার দেয়নি হামলাকারীরা। অভিযোগ, দোকানের রঙের ডাব্বা তাঁর গায়ে ছুড়ে মারেন, তাতে তিনি পুরোপুরি ভিজে যান।