শেষ আপডেট: 2nd August 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ পরিস্থিতি ওয়ানাডে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কেরলে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর জানিয়েছেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এ ব্যাপারে টুইট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এ ব্যাপারে বিধানসভায় বিবৃতি দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকও। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, "ওয়েনাডে বাংলার ২৪২ জন শ্রমিক আটকে আছে। ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। তাঁরা সুস্থ আছে। বাকিদের সঙ্গে আজ বিকেলের মধ্যেই যোগাযোগ সম্ভব হবে আশা করছি।"
মন্ত্রী এও জানান, আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে শুক্রবারই কেরলের উদ্দেশে রওনা দিচ্ছেন তৃণমূলের দুই সাংসদ।
জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়েনাডে যাচ্ছেন সুস্মিতা দেব এবং সাকেত গোলে। তাঁরা আগামী দু'দিন সেখানে থেকে বিভিন্ন রিলিফ ক্যাম্প, বিপর্যয় স্থলে যাবেন। কথা বলবেন স্থানীয় প্রশাসনের সঙ্গেও। জানা গেছে, আটকে পড়া বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতেই নবান্নের এই তৎপরতা।
সূত্রের খবর, কেরলে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের।