শেষ আপডেট: 8th February 2023 05:54
দ্য ওয়াল ব্যুরো: আদানি কাণ্ডে (Adani fiasco) তৃণমূল কংগ্রেসের (TMC) অবস্থান নিয়ে অধীর চৌধুরীরা যখন একটা ধারণা তৈরির চেষ্টা করছেন, তখন পাল্টা কুশলী জোড়াফুলও। বুধবার আদানি কাণ্ডের প্রতিবাদে (protest) নয়াদিল্লির সংসদ মার্গে স্টেট ব্যাঙ্কের (State Bank of India) দফতরের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ দুই সভার সাংসদরা সেই বিক্ষোভে সামিল ছিলেন। এমনকি দলের প্রবীণ সাংসদ সৌগত রায়কেও দেখা যায়, ব্যাঙ্কের টাকা লুঠ বন্ধ করতে স্লোগান দিচ্ছেন।
বাংলায় গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগের ব্যাপারে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন গৌতম আদানি ও তাঁর ছেলে করণ আদানি। এ ব্যাপারে রাজ্য সরকারের আগ্রহও রয়েছে। কিন্তু শেয়ার বাজারে আদানির শেয়ারের দাম নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং যে ধরনের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে, তাতে তৃণমূলের মুখ বুজে থাকার উপায় নেই। তা ছাড়া কংগ্রেসও এই ধারণা তৈরির চেষ্টা করছে যে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সঙ্গে আঁতাতের কারণেই সংসদে আদানি প্রশ্নে নরম তৃণমূল।
সার্বিক এই পরিস্থিতিতে মঙ্গলবার ত্রিপুরায় আদানির নাম না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আদার ব্যাপারীরা দেশকে লুঠ করছে। বাজেটের দিনই সরকার পড়ে যেত!” আবার দিদি এ কথা যখন বলছেন, তখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে বিক্ষোভ ধর্নায় নেমেছে তৃণমূল। সংসদ অচল না করলেও কখনও এলআইসি ভবনের সামনে, কখনও বা স্টেট ব্যাঙ্কের সামনে ধর্না নিয়ে বোঝাতে চাইছে এ ব্যাপারে তাঁরাও ছেড়ে কথা বলছেন না।
বুধবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে দেখা যায় সংসদ মার্গে স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছেন তৃণমূল সাংসদরা। অভিষেকের নির্দেশে এ ব্যাপারে মূল উদ্যোগ নিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। দেখা যায়, সাংসদদের প্রত্যেকের হাতেই পোস্টার ও প্ল্যাকার্ড ধরা। তাতে লেখা রয়েছে, স্টেট ব্যাঙ্কের লুঠ বন্ধ করো, আদানিকে কী শর্তে ঋণ দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান জবাব দাও, আদানি কাণ্ডের তদন্ত করো, ইত্যাদি।
প্রসঙ্গত, আদানি শিল্পগোষ্ঠীকে এখনও পর্যন্ত ২১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে স্টেট ব্যাঙ্ক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দিয়েছে ৭ হাজার কোটি টাকা। আর জীবন বিমা সংস্থার বিনিয়োগের পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা।
বাড়ি, গাড়ির ঋণে সুদের হার আরও বাড়বে, রেপো রেট ফের বাড়ানোর ঘোষণা গভর্নর দাসের