আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও জহর সরকার।
শেষ আপডেট: 20 August 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে বেসুরো আরও এক তৃণমূল সাংসদ জহর সরকার। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাজ্য আড়াল করছে বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন অভিযোগ করা হচ্ছিল। এ ব্যাপারে সম্প্রতি হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। এরপরই আরজি করের দুর্নীতি নিয়ে সন্দীপের বিরুদ্ধে চার সদস্যের সিট গঠন করেছে নবান্ন। কলকাতা পুলিশের তরফেও তাঁর বিরুদ্ধে ‘প্রিভেনশন অব কোরাপশন’ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।
যা নিয়ে মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টে তৃণমূল সাংসদ জহর সরকার দাবি করলেন, আরও আগে নবান্নের পদক্ষেপ করা উচিত ছিল!
প্রবীণ তৃৃণমূল সাংসদ এদিন নিজের ফেসবুক পেজে লিখেছেন, 'জেনে ভাল লাগল যে সরকার অবশেষে RG Kar হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের আমলের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সিট গঠন করেছে। এটা অনেক আগেই করা উচিত ছিল।" একই সঙ্গে জহরের দাবি, "অবিলম্বে ওকে সাসপেন্ড করুন!'
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করের চারতলার সেমিনার হলে নৃশংসভাবে হত্যা করা হয় ডাক্তারি ছাত্রীকে। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষর তরফে প্রথমে ঘটনাটিকে 'আত্মহত্যা' বলে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। যা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। কলকাতা পুলিশ আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন জেরা করেনি, সেই প্রশ্নও ওঠে।
এমনকী ঘটনা 'ধামাচাপা' দেওয়ার বড় অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তাঁকে পদত্যাগের চার ঘণ্টার মধ্যে অন্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হল, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। আদালতের নির্দেশেই সন্দীপ ঘোষকে ১৫ দিনের ছুটিতে পাঠিয়েছে রাজ্য। এবার আরজি করের দুর্নীতি নিয়ে সন্দীপের বিরুদ্ধে চার সদস্যের সিটও গঠন করেছে নবান্ন। কলকাতা পুলিশের তরফেও তাঁর বিরুদ্ধে ‘প্রিভেনশন অব কোরাপশন’ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। জহরবাবুর মতে, তদন্ত চলুক, সঙ্গে অবিলম্বে সাসপেন্ড করা হোক প্রাক্তন অধ্যক্ষকে।
প্রসঙ্গত, এর আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন তৃণমূলের আর এক সাংসদ সুখেেন্দুশেখর রায়।