শেষ আপডেট: 2nd August 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের করা ইলেকশন পিটিশন মামলায় এবার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নোটিস দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ওই কেন্দ্রের ভোটের সমস্ত নথি, বৈদ্যুতিন নথি, ভিডিয়ো ফুটেজ সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে। এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক।
এবারের নির্বাচনের ঘাটাল ছাড়াও একাধিক কেন্দ্রে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। সেই প্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্ট মামলা করে। হিরণের অভিযোগ, ভোটের দিন ঘাটালে সকাল থেকেই ছাপ্পা-কারচুপি হয়। মূলত কেশপুরে তো গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। হিরণের এও বক্তব্য ছিল, কেশপুর 'পাকিস্তান' হয়ে গেছে। তাঁর করা সেই মামলাতেই এবার কলকাতা হাইকোর্টের নোটিস পেলেন দেব।
ভোটের ফল প্রকাশের পর হিরণ অভিযোগ করেছিলেন, "কেশপুরের অন্তত ২০০ টি বুথে বিজেপির এজেন্টকে বসতে না দিয়ে তৃণমূল খুললাম খুললাম ছাপ্পা মেরেছে। কমিশনে অভিযোগ জানিও এখনও কোনো সদুত্তর আসেনি।" একই সঙ্গে হুঁশিয়ারি দেন, "এই সন্ত্রাস বরদাস্ত করব না, দলের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে হাইকোর্টে যাব।" অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও বিজেপি প্রার্থীর আনা অভিযোগকে গুরুত্ব দেয়নি তৃণমূল। বরং ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বক্তব্য ছিল, "কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে, তাতেও সন্ত্রাসের কথা বললে হাস্যকর!"
কোচবিহার, বসিরহাট, ডায়মন্ড হারবার এবং আরামবাগ নিয়েও আদালতে মামলা হয়েছে। সেখানকার বিজেপি প্রার্থীদের সকলের প্রায় একই অভিযোগ। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সবকটি মামলা আলাদা আলাদা বেঞ্চে পাঠান। হিরণের মামলাটি সেই কারণে এসেছে বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে।