শেষ আপডেট: 1st November 2024 11:18
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে হাড়োয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল। সেখান থেকে ফেরার পথে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে কারণ অভিযুক্ত তৃণমূলেরই এক নেতা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, ঊষারানি মণ্ডলের সঙ্গে তাঁর স্বামী ছাড়াও বেশ কয়েকজন অনুগামী ছিলেন। হাড়োয়ার অনুষ্ঠান শেষ ফেরার পথে তাঁদের গাড়িতে হামলা হয়। তৃণমূল নেতা খালেক মোল্লা এই হামলার নেপথ্যে রয়েছেন বলেই দাবি। অভিযোগ, তাঁর নেতৃত্বে শুধু গাড়িতে হামলা হয়নি, বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয়েছে। এতে ঊষারানির পায়ে আঘাত লেগেছে।
কালীপুজোর আমন্ত্রণে হাড়োয়া গেছিলেন তাঁরা। ফেরার পথে তাঁদের গাড়িতে আচমকা ইট দিয়ে হামলা করা হয় বলে দাবি করেছেন ঊষারানি। এরপর তাঁকে এবং তাঁর স্বামীকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাতেই ঊষারানির পা কেটে গেছে। ইতিমধ্যে হাড়োয়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক।
পুলিশের কাছে অভিযোগ করে ঊষারানি জানিয়েছেন, অন্তত ২৫-৩০ জন মিলে তাঁদের ওপর হামলা চালিয়েছিল। গোটা ঘটনায় তিনি ছাড়াও আরও ১০-১২ জন আহত হয়েছেন। তাঁর স্বামীর দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিল খোদ খালেক! নিজের দাঁড়িয়ে থেকে সব কাজ করিয়েছে সে। যদিও খালেকের স্পষ্ট দাবি, লোকসভা ভোটে নিজের বুথে হেরে ঊষারানি কোণঠাসা হয়ে পড়েছেন। তাই মিথ্যে অভিযোগ করে সংবাদমাধ্যমে আসতে চাইছেন।
অভিযুক্ত তৃণমূল নেতা আবার পাল্টা দাবি করে বলেছেন, তাঁদের ওপর হামলা চালানো হয়েছে ঊষারানির নেতৃত্বে! বিধায়কের সঙ্গে বিজেপির একাধিক নেতার যোগাযোগ আছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই কারণে দল এবং সাধারণ মানুষের নজর ঘোরাতে এমন কাজ করছেন তৃণমূল বিধায়ক বলে অভিযোগ।