Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল
Tapas Saha

তেহট্টের বিধায়ক তাপস সাহার মাথায় গুরুতর চোট, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছেন।

তেহট্টের বিধায়ক তাপস সাহার মাথায় গুরুতর চোট, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

তৃণমূল বিধায়ক তাপস সাহা।

শেষ আপডেট: 14 May 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর, মাথায় চোট পেয়ে অচেতন হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে তাঁকে কলকাতায় নিয়ে যেতে বলেন চিকিৎসকরা।

জানা গেছে, এর পরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। মাথার চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রের খবর। ব্রেনডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা।

MLA Tapas Saha

একটি সূত্রের খবর, আজ, বুধবার, সকাল আটটা নাগাদ ব্রেনস্ট্রোক নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে। সেখানে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। কিন্তু যত সময় এগোচ্ছিল, শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শেষমেশ তাঁকে রেফার করা হয় কলকাতায়। অ্যাম্বুল্যান্সে আইসিইউ সাপোর্টে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপস সাহার নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই। সে সময়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার পরে তাঁকে বলতে শোনা গেছিল, ‘আমায় আবার ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।’


ভিডিও স্টোরি