শেষ আপডেট: 28th January 2025 20:25
দ্য ওয়াল ব্যুরো: একটি সামাজিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। সেই ইস্যুতে তাঁকে শো-কজও করা হয়েছে। এই শো-কজ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হন নারায়ণ। শোভনদেব শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান। তাহলে নারায়ণ কী কোনওরকম স্বস্তি পেলেন?
খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায়ের এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা করেন নারায়ণ গোস্বামী। সূত্রের খবর, শো-কজ নিয়েই দুই নেতার কথা হয়েছে। তবে কী কথা হয়েছে তা জানা যায়নি। পরে সাংবাদিক বৈঠকে শোভনদেব এই বিষয়ে জানান, শো-কজের লিখিত জবাব চাই। সেটা না পেলে কিছুই করা হবে না। অর্থাৎ এই ইস্যুতে দল যে কড়া অবস্থানই নিয়েছে সেটাই স্পষ্ট করে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশ্লীল আচরণ করেন বিধায়ক। এমনকী মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তিও করেন বলে অভিযোগ। এ বিষয়ে সোশ্যাল মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। এই ঘটনার পরই গত ২২ জানুয়ারি তৃণমূলের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে শো-কজ পাঠায়।
এরই মাঝে দলের মধ্যে কৌতূহল, নারায়ণকে কি জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে সরানো হবে? কারণ, তাঁর উপর এমনিতেই বিরক্ত নেত্রী। তার উপর এবার নারায়ণ যা করেছেন, তাতে তাঁকে সবক শেখানো দরকার বলে অনেকের মত। কেননা নারায়ণ শুধু বিধায়ক নন, জেলা পরিষদের শীর্ষ প্রশাসক। তাঁর কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত। শোভনদেব অবশ্য বলছেন, নারায়ণ শো-কজের জবাব দেওয়ার পর বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন তিনি। তারপর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।