মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভা
শেষ আপডেট: 22nd November 2024 16:09
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু। ওই দিনই আবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক রদবদল নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে।
শুক্রবার সর্বদল বৈঠকে বিরোধী দলের সদস্যদের চিঠিও দেওয়া হয়। ২৬ তারিখ সংবিধান দিবস নিয়ে দু'দিন ধরে আলোচনা হবে বলে খবর। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সরাসরি দমদম বিমানবন্দর পর্যন্ত বিমান চলাচল নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার জমানায় এই প্রথম প্রাইভেট মেম্বার বিল এসেছে।'
এই প্রাইভেট মেম্বার বিল এনেছেন বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শিশুর শৈশব সুরক্ষা সংক্রান্ত এই বিল কীভাবে আনা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় খসড়া জমা দিয়েছেন শঙ্কর। এরপর তা আইন বিভাগ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাবে।
প্রসঙ্গত, এক্ষেত্রে সরকারের বিবেচনায় থাকে অতীতে এই সংক্রান্ত কোনও বিল সরকার এনেছে কিনা। সরকারের আইন আছে কিনা। সবটা খতিয়ে দেখেই সরকার এই প্রাইভেট মেম্বার বিল আনায় ছাড়পত্র পাবে। সব ঠিক থাকতে তারপরে বিল রাজ্যপালের কাছে যাবে। সব ধাপ পেরিয়ে ছাড়পত্র মিললে বিধানসভার অধিবেশনে এই বিল আসবে।
এদিন স্পিকার বলেন, 'ওয়াক আউট করার অধিকার আছে বিরোধীদের। তবে সাংবাদিকদের ওই সময় দল বেঁধে বেরিয়ে যাওয়া দৃষ্টিকটু। আমি চাইলে আটকাতে পারি। কিন্তু আপনারা গণতন্ত্র এর চতুর্থ স্তম্ভ তাই আপনাদের অধিকার খণ্ডন করি না।' তিনি আরও বলেন, 'ওয়াকফ নিয়ে প্রস্তাব আসবে বিধানসভায়। আগামীকাল ৬ জন জেতার পরে তাঁদের শপথ নিয়ে রাজ্যপালের কাছে আর্জি জানাবে বিধানসভা।'
অতীতে জয়ীদের শপথ নিয়ে জটিলতা হয়েছিল। সেই ব্যাপারে বিধানসভার স্পিকার জানিয়ে দেন 'জটিলতা হলেও তা কেটেছে।'