শেষ আপডেট: 29th October 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসেই রাজ্যের ৬ কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার আগে গত রবিবার বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফরে এসে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে বাংলার শাসক শিবির।
রবিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেই কর্মসূচিতে যোগ দিয়েই তিনি নির্বাচনী আচরণ বিধি ভেঙেছেন বলে দাবি করেছে তৃণমূল। কারণ আগামী ১৩ নভেম্বর রাজ্যের যে ৬টি কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে পড়ছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং নৈহাটি। তাই এই সময়ে সেখানে সরকারি কর্মসূচি করা বেআইনি বলেই দাবি তৃণমূলের।
ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন করেছিলেন অমিত শাহ। তৃণমূল বলছে, গত ১৫ অক্টোবর ৬ জায়গার নির্বাচন ঘোষণা হওয়ার পরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বাংলায় এসে এমন দুই জেলায় সরকারি কর্মসূচি করেছেন যে দুই জেলাতেই ভোট হবে। এটা তিনি কীভাবে করতে পারলেন সেই প্রশ্ন তুলে তৃণমূল নেতা সুব্রত বক্সি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে।
শাহের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তৃণমূলের। দাবি করা হয়েছে, এই সময়ে কোনও মন্ত্রী সরকারি সফরই করতে পারেন না। আর অমিত শাহ এই সফরে এসে একদিকে যেমন সরকারি গাড়ি, বিমান ব্যবহার করেছেন, অন্যদিকে সরকারি পরিকাঠামোর উদ্বোধনও করেছেন। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে তাঁকে রাজনৈতিক বক্তৃতা দিতেও দেখা গেছে। তাই এই কর্মসূচির সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনও তফাৎ থাকছে না বলেই দাবি তৃণমূলের। এ ব্যাপারে অমিত শাহকে শো-কজ করার আর্জিও জানিয়েছে দল।