শেষ আপডেট: 9th November 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: 'আজ ওয়ার্নিং হল, পরের দিন ছেড়ে কথা হবে না', দিনহাটায় হাসপাতালে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। আউটডোরে দেরিতে আসছেন, ঠিক মতো দেখছেন না রোগীদের। এমনই অভিযোগ তুলে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তারকে হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ ব্লক সভাপতি ও পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হাসপাতালে চড়াও তৃণমূল।
হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, 'এখানে সকাল থেকে রোগীরা বাইরে বসে আছে। সকাল দশটা বেজে গেলেও আউটডোর কাউন্টার খুলছে না। ডাক্তারদের দেখা নেই। আমরা আসার পর দেখলাম একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় সেখানে শুয়ে আছে। তাঁকে ভর্তিও নেওয়া হয়নি।'
তিনি আরও বলেন, 'ব্লক সভাপতিকে সঙ্গে করে সেই রোগীকে এমারজেন্সি বিভাগের এক ডাক্তারের যাঁর নাম এমডি লোধি, তাঁর কাছে নিয়ে গেলাম। উনি চেয়ারে বসে বসে মাথা নিচু করে অ্যাডমিশন করিয়ে নিলেন। একবার রোগীকে ছুঁয়েও দেখলেন না কী হয়েছে না হয়েছে জানতেও চাননি।'
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, এই ধরনের ডাক্তারদের জন্য, পরিষেবায় গাফিলতি করার জন্য তৃণমূল কংগ্রেসের নাম খারাপ হয়।
অন্যদিকে, কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলছেন, 'ডাক্তাররা কখন আসবেন সেটা প্রশাসন দেখবে। প্রশাসনকে নিজের হাতে তুলে নেওয়া মানে অরাজকতা সৃষ্টি করা। আমরা মনে করি এই হার্মাদগিরি, ডাক্তারদের চমকানো-ধমকানো দ্রুত বন্ধ হওয়া উচিত। ওরা ভাবছে এরকম করে জনগনের কাছে ভাল সাজবে। আসলে সেটা ব্যুমেরাং হয়ে যাবে।'