বীরভূমের আতকুলা গ্রামে প্রায় চারশো গ্রামবাসীকে ভাত, খাসির মাংস খাওয়ানো হল।
শেষ আপডেট: 21st September 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ১১ অগস্ট, ভাইফোঁটার দিন বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে পাকড়াও করেছিল সিবিআই। ২৫ মাস পর সেই অনুব্রত মণ্ডলকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ দুর্গাপুজোর আগেই এলাকায় ফিরছেন 'দাদা'।
'খুশির খবর' সামনে আসতেই শুক্রবার রাতে বীরভূম এবং বর্ধমানের একাধিক এলাকায় দেখা গেল উৎসবের মেজাজ। কোথাও পাত পেড়ে খাসি মাংস খাওয়ানোর আয়োজন করা হল। কোথাও সবুজ মিষ্টি বিলি করা হল। মাইকে বাজল 'খেলা হবে' গানও।
কয়েকদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেলেন কেষ্ট। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।
এরপরই ‘অকাল হোলি’র ছবি দেখা গেল বীরভূমের থুপসার অঞ্চলের আতকুলা, নীচুপট্টি-সহ একাধিক এলাকায়। মাইক বাজিয়ে উৎসবের মেজাজে আবির খেলা হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আতকুলা গ্রামে স্থানীয় তৃণমূল নেতাদের তরফে রাতেই পাত পেড়ে খাওয়ানোর আয়োজন করা হয়। প্রায় চারশো গ্রামবাসীকে ভাত, খাসির মাংস, আলুর তরকারি, দই ও পাঁপড় খাওয়ানো হয়। এর পাশাপাশি বোলপুরের নিচুপট্টি-সহ একাধিক এলাকায় শুক্রবার রাতে সবুজ রসগোল্লা বিলি করা হয়।
বছর দুয়েক আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে তৃণমূল নেতাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে সেখানেই বন্দি। এই একই মামলায় নভেম্বরে কেষ্টকে গ্রেফতার করে ইডি-ও।
গরু পাচারে আর্থিক তছরূপের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ইডি। এর পরপরই অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলে ছিল ইডির মামলা। এবার সেখান থেকেও জামিন পেলেন অনুব্রত।