শেষ আপডেট: 1st February 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: বুধবার প্রশাসনিক সভায় মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সেই জেলায় রয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। এরই মাঝে বুধবার রাতে মুর্শিদাবাদে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে তাঁকে প্রকাশ্যে পর পর পাঁচ রাউন্ড গুলি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থানার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম শ্যাম বাবু রায়। বছর চৌত্রিশের ওই যুবক মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরের বাসিন্দা। অভিযোগ, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইক থামিয়ে তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটিতে মৃতের পরিবারের বক্তব্য, রাজনৈতিক কারণেই শ্যামবাবুকে খুন করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগের আঙুল তুলেছে দলেরই কয়েক জন বিক্ষুব্ধ নির্দল কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
জানা গিয়েছে, ওই এলাকার বেশ কয়েক জন পুরনো তৃণমূলকর্মী গত পঞ্চায়েত ভোটে দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয়দের বক্তব্য, তখন থেকেই এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত ছিলেন শ্যামবাবুর সঙ্গে তাঁদের রাজনৈতিক দ্বন্দ্ব বাড়তে থাকে। এছাড়াও জমি সংক্রান্ত একটি বিবাদে সপ্তাহখানেক আগে অভিযুক্তদের সঙ্গে শ্যামবাবুর ঝামেলা হয় বলেও স্থানীয়দের দাবি।
আচমকাই এই ঘটনায় তৃণমূল কর্মীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কে বা কারা তাঁকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। স্বজনহারাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে।