পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তারক্ষীর নাম জাহাঙ্গির আলম। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল।
অভিযুক্ত তৃণমূল নেতা
শেষ আপডেট: 19 May 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নিজের নিরাপত্তা রক্ষীর উপর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা সাজিজুল হক শাহ (মিঠু)।
রবিবার রাতে নিজের নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে সাজিজুলের বিরুদ্ধে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনা জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে রাতেই থানারপাড়া থানার পুলিশ সাজিজুলের বাড়িতে যায়। গ্রেফতার করা হয় তাকে।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তারক্ষীর নাম জাহাঙ্গির আলম। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল। আধিকারিকরা জানান, গুলি একেবারে কান ঘেঁষে বেরিয়ে যায় ওই পুলিশ কর্মীর। খুব অল্পের জন্য বিপদ থেকে বাঁচেন তিনি। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে।
অভিযোগ, মাস ছয়েক আগেও তাঁরই এক দেহরক্ষীকে ঠিক একইভাবে মদ্যপ অবস্থায় আক্রমণ করেছিলেন তিনি। তাঁর কাছে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে সোমবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়। যদিও ধৃত তৃণমূল নেতা সাজিজুলের সাফ দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তিনি তাঁর দেহরক্ষীকে গুলি চালানোর ঘটনার সঙ্গে কোনওরকমভাবে যুক্ত নন। সঠিক তদন্ত হলে সত্য উদঘাটন হবে।