শেষ আপডেট: 31st January 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: ২৬ দিন ধরে তিনি নিখোঁজ। তন্নতন্ন করে খুঁজেও শেখ শাহজাহানের নাগাল পাচ্ছে না পুলিশ। হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল, সন্দেশখালির তৃণমূল নেতার এই অন্তরালে থাকা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। শোনা গিয়েছে নানান বিরূপ মন্তব্যও। তবে এরই মধ্যে এবার শাহজাহানের আগাম জামিনের আর্জি জমা পড়ল বারাসত আদালতে।
বুধবার আগাম জামিনের আর্জি নিয়ে বারাসত আদালতের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। সেই আবেদন বারাসাত আদালতে গৃহীত হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।
রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। আর এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা। এদিকে শাহজাহানের অন্তর্ধান-রহস্য যখন ক্রমেই ঘনীভূত হচ্ছে, তখন আগাম জামিন চেয়ে আদালত থেকে আদালত ঘুরছেন সন্দেশখালির নেতা। আর সেই প্রেক্ষিতেই আবেদনপত্রে শাহজাহান কীভাবে সই করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলা চলছে। যেখানে কয়েকদিন আগে ‘বেপাত্তা’ শাহজাহান আইনজীবীর মাধ্যমে মামলায় যুক্ত হতে চান। যদিও একদিন বাদেই সেই আর্জি তুলে নেন শাহজাহানের আইনজীবী। এরই মধ্যে বুধবার আগাম জামিনের আবেদন চেয়ে বারাসত আদালতে যান তৃণমূল নেতা শাহজাহান।
সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর হামলার ঘটনার পর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। এর মধ্যে ফের শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে নোটিস সাঁটিয়ে দিয়ে আসে ইডি। যেখানে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। গত ২৯ জানুয়ারি ছিল সেই হাজিরার দিন। কিন্তু শাহজাহানের দেখা মেলেনি। সোমবার ইডির হাজিরা এড়ানোর পর রাতে জানা যায়, বিশেষ ইডি আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন শাহজাহান। আগামী সপ্তাহে সেই মামলার শুনানি ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে।