শেষ আপডেট: 9th March 2025 20:12
দ্য ওয়াল ব্যুরো: এখনও ভ্যাপসা গরম বলতে যা বোঝায় সেটা পড়েনি। তবে দ্বন্দ্বের বরফ গলে গেল রাজ্য-রাজনীতিতে। একথা বলার কারণ, ছাব্বিশের বিধানসভা (Assembly Election) ভোটের আগে এক ফ্রেমে দুই 'বন্দ্যোপাধ্যায়'। তৃণমূলের (TMC) হেভিওয়েট নেতা কল্যাণের (Kalyan Banerjee) সঙ্গে দেখা করলেন রাজীব (Rajib Banerjee)।
'২১-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দলত্যাগী হয়েছিলেন তৎকালীন বনমন্ত্রী।
যদিও পরে পদ্মের মোহ কাটিয়ে তৃণমূলে ফিরেও আসেন রাজীব। কিন্তু ততদিনে রাজনীতির মহানন্দায় অনেক জল গড়িয়ে গিয়েছে। তাই ফিরে এসেও পুরনো উর্বর মাটি ফিরে পাননি তিনি। বাংলা থেকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরায়।
২০২৫-এও অচর্চিত রাজীব। তবে রোববার যেন অন্য ছবি দেখল রাজনৈতিক মহল। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেড় ঘণ্টা বৈঠক সারলেন রাজীব। সঙ্গে ছিলেন প্রবীর ঘোষালও।
তবে কি সমীকরণ বদলাচ্ছে? রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি সৌজন্য সাক্ষাৎ। অন্যদিকে কল্যাণ বলছেন, "ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব।" এখন দেখার আগামী কয়েক দিনে কোন কঠিন অঙ্ক ছকে ফেলে তৃণমূল। দেখার, বিজেপি-সিপিএম সেই অঙ্ক কষতে পারে কিনা।