শেষ আপডেট: 22nd September 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের জন্য ঘটকালি করেছিলেন। যে পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার তৃণমূল কংগ্রেস নেতার নতুন দুই পরিচয় ‘গীতিকার’ কুণাল এবং ‘সুরকার’ কুণাল।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আবহে উত্তাল কলকাতা। বাঙালি উৎসবে ফিরবে কিনা, তা নিয়েও চর্চা চলছে। কিন্তু উৎসব যে আসন্ন তার ইঙ্গিত দিচ্ছে চারপাশ।
মুক্তি পাচ্ছে পুজোর ছবি, পুজোর গান। সেই তালিকাতেই এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ। লিখে ফেলেছেন দু-দু'খানা নিখাদ প্রেমের গান, এবং একটি নারীশক্তির। সুরও দিয়েছেন।
এবার পুজোতে তিনটি নতুন গান। আজ প্রকাশ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 22, 2024
দুটি নিখাদ প্রেমের। একটি নারীশক্তির উত্থান, প্রতিষ্ঠা, অধিকারের। তিনটিই আমার লেখা। গেয়েছেন রূপঙ্কর, অভিজিৎ, শিউলি, তপোমিতা। প্রেমের দুই গানে সুর আমার। অন্যটি গৌতমের। যন্ত্রাণুসঙ্গ আয়োজন গৌতম-শমীক। এই প্রথম বাংলা গানের vdo এআই প্রযুক্তির। pic.twitter.com/xhIloxlOQv
রবিবারের সকালে সেই খবর ভাগ করে নিয়েছেন তৃণমূল নেতা। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এবার পুজোতে তিনটি নতুন গান। আজ প্রকাশ। দুটি নিখাদ প্রেমের। একটি নারীশক্তির উত্থান, প্রতিষ্ঠা, অধিকারের। তিনটিই আমার লেখা। গেয়েছেন রূপঙ্কর, অভিজিৎ, শিউলি, তপোমিতা। প্রেমের দুই গানে সুর আমার। অন্যটি গৌতমের। যন্ত্রাণুসঙ্গ আয়োজন গৌতম-শমীক। এই প্রথম বাংলা গানের vdo এআই প্রযুক্তির।’
লেখার সঙ্গে ভাগ করে নিয়েছেন দু'টি ছবিও। একটি অ্যালবামের অন্যটি গায়ক রূপঙ্করের সঙ্গে গীতিকার-সুরকার কুণাল।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ঘটকালির রসিকতা করে টলি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যর বিরুদ্ধে কুণাল তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় দে ভট্টাচার্যকে মেনশন করে পোস্ট করেছিলেন, ‘হ্যাঁ রে তোর পাত্রী দেখার কাজটা এগোব?’ অভিনেত্রী মৌসুমির কথা উল্লেখ করে বলেছিলেন, ‘তোর সঙ্গে বেশ মানাবে...আমার তো নিজেকে এখনই ভাসুর লাগছে’।
এবার কুণাল ঘোষ আর কেবল তৃণমূল নেতা বা ঘটকই নন। একজন সুরকার-গীতিকারও বটে।