শেষ আপডেট: 26th July 2022 19:12
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে হঠাৎই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা হল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
কুণাল ঘোষ থাকেন উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি ফ্ল্যাটে। সেই আবাসনের তৃতীয় তলায় সোহম মণ্ডল নামের এক আইনজীবী থাকেন। তাঁর সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ভাল সম্পর্ক। কলকাতায় এলেই তিনি সোহমের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার তাঁর ফ্ল্যাটেই নৈশ্যভোজে এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান ও রাজ্য বিজেপির (BJP) আরএক বিজেপি নেতা কল্যাণ চৌবে।
ধর্মেন্দ্র, কল্যাণদের থালায় তখন সবে লুচি, ছোলার ডাল পড়েছে। বাটিতে সাজানো ধোকার ডালনা, পনির-- এমন সময় হঠাৎ সোহমের ফ্ল্যাটে ঢুঁ মারতে ঢুকে পড়েন কুণাল। তিনি থাকেন ঠিক তার উপরের তলাতেই। ভিতরে ঢুকে কুণাল দেখেন, তখন সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ডিনারে ব্যস্ত। এরপর যথারীতি সৌজন্য সাক্ষাৎ সেরে বেরিয়ে যান কুণাল।
এদিকে, এই ঘটনা জানাজানি হতেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। যেসময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডির হেফাজতে, রাজ্য রাজনীতিতে রীতিমত আলোড়ন চলছে, সেই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কুণালের দেখা হওয়া নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে।
তিনবার ফোন করার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের নম্বর ব্লক করে দেন মুখ্যমন্ত্রী! দাবি তৃণমূল সূত্রে
বামেদের পক্ষ থেকে এরপরই ফের তৃণমূল-বিজেপি (TMC) সেটিং তত্ত্ব তুলে ধরা হয়। তবে সিপিএমের (CPIM) দাবি নস্যাৎ করে দিয়েছে বিজেপিও। তারা বলছেন, যেহেতু একই ফ্ল্যাট, তাই আচমকা দেখা হয়ে যাওয়া অস্বাভাবিক বিষয় নয়। কল্যাণ চৌবে বলেন, "আমরা তখন সবে খাওয়া শুরু করেছি। তখন ঢুকে পড়েন কুণাল। সেই মুহূর্তে তো তাঁকে বেরিয়ে যেতে বলা যায় না। আবার আমরাও খাবার থালা ছেড়ে উঠে যেতে পারি না।"
এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য মঙ্গলবার বেশি রাতে দ্য ওয়ালের তরফে কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পরে তাঁর বক্তব্য জানা গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।