হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12th November 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুলছেন একের পর এক তৃণমূল নেতা। এবার অভিষেকের নেতৃত্বের পক্ষে সওয়াল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার কথা বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষরা।
এর আগে তৃণমূলের সৌগত রায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা। কিন্তু ডে টু ডে দল চালানোর জন্য একজনকে দরকার। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌগতর আগে ৭ নভেম্বর কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, 'সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কাণ্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্বে চলতে থাকুক আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।'
যদিও এ ব্যাপারে সিপিএমের সুজন চক্রবর্তী বলেছেন, 'মুখ্যমন্ত্রী চান বা না চান দরজায় এসে ঠকঠক করছে পিসি আমি এসে গেছি। তৃণমূলের লোকেরা বলছে মমতার চেয়ে ভাইপো অনেক শক্তিশালী। কাজের কাজ কিছুই হবে না। শুধু ডেপুটি সিএম বা আরও বড় নেতা করার মধ্য দিয়ে ডায়মন্ড হারবার মডেলের তোলাবাজি এবং লুঠ, পশ্চিমবাংলায় চালু করার চেষ্টা চলছে।'
২০২৬ সালের বিধানসভা ভোটের এখনও বছর দেড়েক বাকি। তার আগেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের অভিষেক হবে? বর্তমান স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন? সেই দিকেই রয়েছে সকলের নজর।