শেষ আপডেট: 31st January 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল ১১টায় দ্বিতীয়বারের জন্য সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক দেবরাজ চক্রবর্তী। গত বৃহস্পতিবার তিনি সিবিআই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন।
বুধবার নিজাম প্যালেসে ঢোকার সময় দেবরাজ সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কিছু তথ্য এবং নথি চাওয়া হয়েছিল তাঁর কাছে। সেগুলিই দিতে এসেছেন। এছাড়া তিনি আরও জানান, তদন্ত চলাকালীন এই বিষয়ে কিছু বলবেন না, তবে যা যা প্রয়োজনীয় নথি তাঁর থেকে চাওয়া হয়েছিল, তা তিনি নিয়ে এসেছেন। দেবরাজ দাবি করেন, তিনি সিবিআইয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
নিয়োগ দুর্নীতির মামলায় দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁরা সঠিক সময়েই হাজিরা দিয়েছিলেন নিজাম প্যালেসে। সেদিন প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেবরাজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলে হয়েছিল। বুধবার সেই নথিই নিয়ে গেছিলেন তিনি।
গত নভেম্বর মাসে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী হলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সি। দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তাঁর একটি গানের স্কুল ও স্টুডিও রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেও তল্লাশির জন্য গিয়েছিল সিবিআই।