সোমবার রাতে তৃণমূল নেত্রীকে একবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়।
অনিল দাস এবং বেবি কোলে
শেষ আপডেট: 1 July 2025 08:56
দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে প্রকাশ্যে প্রবীণ বামনেতার উপর হামলার ঘটনায় তৃণমূল নেত্রী (TMC Leader) বেবি কোলেকে (Baby Kole) আটক করল পুলিশ। সোমবার রাস্তার উপর বাম নেতা অনিল দাসকে (Anil Das) বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বেবি কোল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর সোমবার রাতেই খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিলবাবু। তার জেরেই এই পদক্ষেপ।
সোমবার রাতে তৃণমূল নেত্রীকে একবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে ফের তাঁকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বেবি কোলেকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। সূত্রের খবর, বেবির বিরুদ্ধে শারীরিক হেনস্থা, আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এদিকে আবার বেবি কোলেও পাল্টা অভিযোগ দায়ের করেছেন অনিল দাসের বিরুদ্ধে। তাঁর দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অনিল দাস। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন। কিন্তু এতদিনে কেন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন উঠেছে।
জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টির তীব্র নিন্দা করে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তারপরই ওই নেত্রীকে শোকজ করা হল দলের তরফে।