Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!
Baby Kole

খড়্গপুরে রাস্তায় ফেলে মারধর, সিপিএম নেতার অভিযোগের ভিত্তিতে আটক তৃণমূল নেত্রী

সোমবার রাতে তৃণমূল নেত্রীকে একবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়।

খড়্গপুরে রাস্তায় ফেলে মারধর, সিপিএম নেতার অভিযোগের ভিত্তিতে আটক তৃণমূল নেত্রী

অনিল দাস এবং বেবি কোলে

শেষ আপডেট: 1 July 2025 08:56

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে প্রকাশ্যে প্রবীণ বামনেতার উপর হামলার ঘটনায় তৃণমূল নেত্রী (TMC Leader) বেবি কোলেকে (Baby Kole) আটক করল পুলিশ। সোমবার রাস্তার উপর বাম নেতা অনিল দাসকে (Anil Das) বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বেবি কোল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর সোমবার রাতেই খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিলবাবু। তার জেরেই এই পদক্ষেপ।

সোমবার রাতে তৃণমূল নেত্রীকে একবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে ফের তাঁকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বেবি কোলেকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। সূত্রের খবর, বেবির বিরুদ্ধে শারীরিক হেনস্থা, আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

এদিকে আবার বেবি কোলেও পাল্টা অভিযোগ দায়ের করেছেন অনিল দাসের বিরুদ্ধে। তাঁর দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অনিল দাস। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন। কিন্তু এতদিনে কেন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন উঠেছে।

জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টির তীব্র নিন্দা করে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তারপরই ওই নেত্রীকে শোকজ করা হল দলের তরফে।


ভিডিও স্টোরি