শেষ আপডেট: 18th March 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে আগেই ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, টাকা ফেরতের জন্য চাপ দিতেই সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের নামে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তৃণমূলের অঞ্চল সভাপতি।
কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার রাতে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার পরই পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকার রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।
এ ব্যাপারে শাসকদলের স্থানীয় নেতাদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ধৃত তৃণমূল নেতার দাবি, "পারিবারিক শত্রুতা থেকে রাজনীতি করা হচ্ছে। পুরোটাই চক্রান্ত।"
পুলিশকে লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, প্রাথমিকে চাকরির জন্য ওই নেতা তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না পাওয়ায় টাকার জন্য চাপ দিতে গত ১৪ মার্চ চাকরির ইন্টারভিউ জন্য একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।