শেষ আপডেট: 29th July 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: ফের 'সালিশি সভা'র নামে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। এবার ঘটনাস্থল বিধাননগরের রাজারহাট। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তাঁদের পাল্টা দাবি, দলকে কালিমালিপ্ত করার জন্যই এইসব অভিযোগ আনা হচ্ছে।
বিগত কয়েক মাসের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একাধিকবার উঠেছে। তাতে গ্রেফতারও হয়েছে শাসক দলের একাধিক নেতা। এবার রাজারহাটের ঘটনা আরও অস্বস্তি বাড়াল ঘাসফুলের। গৌতম সরকার নামের এক ব্যক্তির অভিযোগ, শনিবার রাতে আচমকা তাঁর বাড়িতে কয়েকজন আসে। কার্যত জোর করেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। রাজারহাট-বিষ্ণুপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় অভিযোগ উঠেছে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রক্তিম করের বিরুদ্ধে। গৌতম জানিয়েছেন, তিনি একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। সেই সংস্থা থেকেই এক ব্যক্তি টাকা পান। সংস্থার মালিক এবং তাঁর মধ্যে বোঝাপড়া চলছিল। এরই মাঝে তৃণমূল নেতাকে ওই ব্যক্তি বিষয়টি জানান। সেই অভিযোগের প্রেক্ষিতেই তৃণমূলের ওই নেতার নির্দেশে 'সালিশি সভা' ডাকা হয়। সেখানেই তাঁর ওপর অত্যাচার চলে বলে দাবি করেছেন গৌতম।
তিনি যাতে ভিডিও না করতে পারেন সেই কারণ তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ গৌতমের। তিনি বলেন, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরই তাঁকে লাথি, ঘুষি মারা হয়। এমনকী মাথা ঠুকে দেওয়া হয় দেওয়ালে! তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে রক্তিমের পাল্টা বক্তব্য, যে অভিযোগ করেছে সে বিজেপি করে। ওঁর অফিস থেকে একজন গরিব ব্যক্তি টাকা পেতেন, তাই নিয়ে আলোচনার জন্যই তাঁকে পার্টি অফিসে ডাকা হয়েছিল। কোনও রকম মারধর করা হয়নি। সর্বৈব মিথ্যে অভিযোগ করা হয়েছে।