Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
TMC News

চাকরির নাম করে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে বৃদ্ধাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেতা

প্রকাশ্যে এল ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। অভিযোগ, তাঁর মারধরে গুরুতর জখম হয়েছেন এক মহিলা।

চাকরির নাম করে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে বৃদ্ধাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেতা

শেষ আপডেট: 30 June 2025 08:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে এল ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। অভিযোগ, তাঁর মারধরে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে ওই মহিলার।

শিউলি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা ফিরোজা বিবির স্বামী শহিদুল গাজি। স্ত্রী ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে এলাকার মানুষকে ধমকানো চমকানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিদুলের অত্যাচারে তারা নাজেহাল। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের নাম করে সে লাগাতার হুমকি দেয় বলেও অভিযোগ।

অভিযোগ, সম্প্রতি বয়স্ক ওই মহিলার কাছ থেকে কয়েক হাজার টাকা নেন শহিদুল। প্রতিশ্রুতি দেন ওই মহিলার ছেলেকে চাকরি দেবেন। কিন্তু চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে যান সমিরন বিবি। আর তাতেই তৃণমূল নেতা শহিদুলের রোষের মুখে পড়েন। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই বৃদ্ধাকে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ শহিদুল গাজির ভাই বহিদুল গাজিকে গ্রেফতার করে। তবে  শহিদুল গাজি ও তার বাবা মা বাড়ি থেকে পালিয়ে যায়। শহিদুলকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন এলাকার মানুষ। অবশেষে রবিবার রাতে পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করে পুলিশ।


ভিডিও স্টোরি