শেষ আপডেট: 13th November 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত ভোট বাক্সে কী ফলাফল হতে পারে তা এখন থেকেই ষোল আনা আন্দাজ করে বলা কঠিন। তা ছাড়া এ ব্যাপারে কোনও প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়নি। তবু বুধবার বাংলায় ৬টি আসনে উপ নির্বাচনের ছবিটা বিরোধীদের জন্য খুব একটা উৎসাহব্যঞ্জক হল বলে মনে করা হচ্ছে না। কারণ, উত্তর থেকে দক্ষিণ বুথ স্তরে বাম বা বিজেপির সাংগঠনিক শক্তির দৈন্যটা বেশ প্রকট ভাবেই ধরা পড়ল। যেখানে যেখানে তা প্রকটতর সেখানে ঘটনাচক্রে দেখা গেল ভোট পড়ার হারও উল্লেখযোগ্য।
বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে, বাঁকুড়ার তালড্যাংরা সবচেয়ে এগিয়ে রয়েছে। তালড্যাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি এখন বাঁকুড়ার সাংসদ। অরূপ বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার কারণে তালড্যাংরায় উপ নির্বাচন হয়েছে। অরূপ আবার জেলা সভাপতিও বটে। সুতরাং একে তো তাঁর ব্যক্তিগত মর্যাদার ব্যাপার ছিল, উপরি জেলা সভাপতির পদ ধরে রাখার চ্যালেঞ্জ ঝুলছে নাকের সামনে। দেখা গেল, বাঁকুড়ার তালড্যাংরায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.২০।
এর পরে চলে আসতে হবে মানচিত্রের নিচের দিকে। তালড্যাংরার পর সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়াতে। কদিন আগে বিজেপির এক নেতা বলছিলেন, হাড়োয়া আমাদের সাংগঠনিক শক্তি মাত্র ২০ শতাংশ। বুধবার দেখা গেল, সেটাও হয়তো অতিশয়োক্তি ছিল। হাড়োয়া এমনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানকার বিধায়ক হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। তা ছাড়া নুরুল বসিরহাটের সাংসদ ছিলেন। তাই উপনির্বাচন অনিবার্য ছিল।
দেখা গেল, নুরুলের ছেড়ে যাওয়া হাড়োয়ায় বিকেল ৫টা পর্যন্ত ৭৩.৯৫ শতাংশ ভোট পড়েছে। এই এলাকায় লোকসভা ভোটেও বিপুল ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল।
তবে হ্যাঁ বিরোধীদের অনেকটাই উইকেট আগলে রাখতে দেখা গিয়েছে দুই বিধানসভায়। এক, আলিপুরদুয়ারের মাদারিহাট। যে আসনে বিধায়ক ছিলেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গা। এই একটি আসন জেতার জন্য আদাজল খেয়ে নেমেছিল বিজেপি। মাদারিহাটে এদিন ভোট পড়েছে ৬৪.১৪ শতাংশ।
কোচবিহারের সিতাইয়ে উপ নির্বাচনে অবশ্য সদ্য প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিক আদৌ কোনও ছাপ ফেলতে পারলেন কিনা সন্দেহ রইল। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ৬৬.৩৫ শতাংশ ভোট পড়েছে।
সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে। সেখানে মাত্র নৈহাটি ৬২.১০ শতাংশ ভোট পড়েছে এদিন। বুধবার সকাল থেকেই নৈহাটি খবরে ছিল। ভাটপাড়ায় গুলির আঘাতে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। তা ছাড়া দিনভর অশান্তি লেগে ছিল। তার একটা স্পষ্ট ছাপ ভোট শতাংশে পড়তে দেখা গিয়েছে।
এর পর ফলাফল কী দাঁড়াল তা অবশ্য জানা যাবে ২৩ নভেম্বর। তবে হ্যাঁ এদিনের নির্বাচনে সাগরদিঘির উপ নির্বাচনের মতো কোনও ছাপ দেখা যায়নি। তা ছাড়া সম্প্রতি আরজি কর কাণ্ডে কলকাতায় সরকার বিরোধী যে প্রতিবাদ দেখা গিয়েছিল, ভোটের আপাত ছবির সঙ্গে সেই প্রতিবাদের কোনও সঙ্গতিও দেখা যায়নি বলে অনেকের মত। বরং বিরোধী শিবিরের ছবিটা বেশ হতাশাজনক। বিপরীতে এই অবস্থায় কুণাল ঘোষরা যা যা করতে পারেন, তাই করছেন। তাঁদের দাবি, এই ভোটের ফলাফল ৬-০ হবে।