শেষ আপডেট: 29th August 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাগ ইস্যু নিয়ে আবার তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিজেপির দুই সাংসদ যে দাবি তুলেছেন তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ের বিরোধিতা করে ক্ষোভ উগরে দিয়েছেন সম্প্রতি। এবার বিধানসভাতেও বাংলা ভাগ ইস্যুতে প্রস্তাব আনছে তৃণমূল।
বিধানসভার বিএ কমিটির সিদ্ধান্তে আগামী সোমবার এই প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। সেই প্রস্তাবের ওপর কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়। উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁরা শুধুমাত্র চিন্তিত। কিন্তু তাঁর এই বক্তব্যের পরও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি তৃণমূল। বরং সোমবারই বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় প্রস্তাব আনছে তারা।
সোমবার বিধানসভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ''গণতন্ত্রে জনতাই শেষ কথা। যে সব বিধায়করা বাংলা ভাগ করার কথা বলবে বা বলছে তাঁরা বিধানসভায় আসুক। কার কত ক্ষমতা দেখা যাবে।''
মমতার কথায়, ''আগে আমি এসব দেখিনি। এই বিজেপি সরকার আসার পরই এটা দেখছি। নির্বাচন আসলেই শুধু বিভাজনের প্রশ্ন। ভোট এলেই বিজেপি বাংলা ভাগ করার কথা বলে। গোর্খাদের, জনজাতিদের আলাদা করে দিতে চায় তারা। এমনকি তফশিলি, মতুয়াদের আলাদা করার ভাবনাও নেয় তারা। কিন্তু বাংলায় কোনও ভাগাভাগির প্রশ্ন নেই'', স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগের কথা বলা যাবে না। এক্ষেত্রে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিধানসভায় আলোচনা চেয়েছেন তিনি। দাবি করেছেন, ভোটাভুটি হোক তখন দেখা যাবে কার কত দম।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অন্যদিকে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদ-সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছেন। দুই সাংসদের ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছে।