শেষ আপডেট: 14th September 2021 07:18
দ্য ওয়াল ব্যুরো: ১৫ তারিখ অনুমতি মেলেনি। ১৬ তারিখ চেয়েছিল তৃণমূল। তাও দেয়নি বিপ্লব দেব প্রশাসন। ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মিছিলের জন্য ফের একটি তারিখে আবেদন করল বাংলার শাসকদল। আগরতলা পুলিশকে চিঠি দিয়ে তৃণমূল আবেদন করেছে ২২ সেপ্টেম্বর মিছিল করতে চায় তারা। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত এই চিঠির জবাবে হ্যাঁ বা না কিছু জানায়নি পুলিশ। ১৫ ও ১৬ তারিখ পদযাত্রার অনুমতি না মেলায় বিপ্লব দেবের উদ্দেশে তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক। বলেছিলেন, ‘ইয়ে ডর হমে আচ্ছে লাগা।’ ১৫ সেপ্টেম্বর আগরতলা রবীন্দদ্র ভবনের সামনে থেকে তাঁর পদযাত্রা করার কথা ছিল ডায়মন্ড হারবারের সাংসদের। কিন্তু অন্য রাজনৈতিক দলের কর্মসূচির কারণ দেখিয়ে অভিষেকের পদযাত্রার অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। পরের দিন কর্মসূচি করতে চায় তৃণমূল। বিশ্বকর্মা পুজোর আগের দিন বলে তাও বাতিল করে আগরতলা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতেই সোমবার অভিষেকের টুইট করে নিশানা করেন বিপ্লব দেবকে। অর্জুন সিংয়ের বাড়ির কাছে ফের বোমাবাজি, এলাকায় আতঙ্ক বিজেপির উদ্দেশে টুইটে অভিষেক লেখেন, ‘আমায় ত্রিপুরায় ঢুকতে না দেওয়ার জন্য সবরকম শক্তি প্রয়োগ করছে বিজেপির বিপ্লব দেব। চেষ্টা চালিয়ে যাও, কিন্তু কিছুতেই আমায় থামাতে পারবে না। এই ভয়ই বুঝিয়ে দিচ্ছে তোমার ক্ষমতাচ্যুত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ইয়ে ডর হমে আচ্ছা লাগা।’ অভিষেক এর আগে একসপ্তাহে দুবার ত্রিপুরা গিয়েছেন। গত এক–দেড় মাসে বাংলার একাধিক মন্ত্রী–সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবও বারবার আগরতলা গিয়েছেন। এখন দেখার ২২ সেপ্টেম্বরের অনুমতি আগরতলা পুলিশ দেয় কি না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য ম্যাগাজিন 'সুখপাঠ'