দেবাংশু ভট্টাচার্য
শেষ আপডেট: 20th October 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারদের আন্দোলনকে আক্রমণ করেছেন একের পর এক তৃণমূল নেতা। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বাংলাদেশের কথা তুলে এবার আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্য। 'বাংলাদেশে অশান্তির পর রোগী আসা বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের ব্যবসা ৪০ শতাংশ কমেছে। সেই ব্যবসা বাড়াতেই সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করা হয়েছে।' এমনই অভিযোগ এনেছেন দেবাংশু।
শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের বিঁধে দেবাংশু আরও বলেছেন, 'চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে তো মাওবাদীদের কোনও তফাৎদেখছি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছে আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব।'
তাঁর কথায়, 'ডাক্তারি একটি মহান পেশা। জুনিয়র ডাক্তারদের বুঝতে হবে যে তাঁরা এমন হুমকি দিতে পারেন না।' তাঁর দাবি, জুনিয়র ডাক্তাররা অনশন তুলে পুরো দমে কাজে ফিরুন। এবং পেছন থেকে তাঁদের যাঁরা কলকাঠি নাড়ছেন, তাঁদের চিন্তে শিখুক।
প্রসঙ্গত, শনিবার অনশনমঞ্চ থেকে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়ার পর সোমবার বৈঠকের সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। সেই বৈঠকে তাঁরা যে যাবেন, আগেই সে কথা জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে কারা যাবেন, কত জন যাবেন, ‘শর্ত’ মানা হবে কি না, সে সব নিয়ে বৈঠক হয়।
শনিবার রাত পর্যন্ত সেই বৈঠক চলেছিল। রবিবার সকাল থেকেও এনআরএস মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। ওই বৈঠকের পরেই সিদ্ধান্ত হয় কোনও পূর্ব শর্ত নয়। অনশন চালিয়েই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যথাসময়ে পৌঁছে যাবেন জুনিয়র ডাক্তাররা।