শেষ আপডেট: 11th November 2024 22:08
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গিয়েছে ৪০ লাখ টাকা, গঠন হয়নি কোনও কমিটি। এমনই একাধিক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরনিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ শাসক দলেরই কাউন্সিলর। রণবীর সিং বরারা নামের ওই কাউন্সিলর ইতিমধ্যেই পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে খবর।
ঠিক কী অভিযোগ?
এদিন চিঠি লিখে আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রণবীরের অভিযোগ, এতদিন হয়ে গেলেও এখনও পাবলিক অ্যাকাউন্টস কমিটি-সহ কোনও গুরুত্বপূর্ণ কমিটিই গঠন করা হয়নি। এছাড়াও পুরনিগমের ৪০ লক্ষ টাকা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি চিঠিতে প্রশ্ন তুলেছেন তিনি।
আগামী বুধবার পুরনিগমের বোর্ড মিটিং রয়েছে। তার আগেই চেয়ারম্যানের দুর্নীতির পর্দাফাঁস করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। তিনি একা নন, তাঁকে সমর্থন জানিয়েছেন আসানসোলের ২৯ নম্বর ওয়ার্ডের দুই কংগ্রেস কাউন্সিলর। তাঁদের মধ্যে একজন ২৮ এবং অপরজন ২৯ নম্বর ওয়ার্ডের বলে জানা গিয়েছে। তৃণমূল কাউন্সিলরের পাঠানো চিঠিতে দু’জনের সই রয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূল কাউন্সিলর পুরনিগমের কর্মচারীদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ‘দিদি সঠিক সময়ে টাকা পাঠালেও সাধারণ গরিব মানুষ নিয়ম মেনে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা পাচ্ছেন না। টাকাগুলো আশ্চর্যজনকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে। এর একটা বিহিত হওয়া দরকার।
তৃণমূল কাউন্সিলরের এমন অভিযোগ সামনে আসতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, শুধু আসানসোল পুরনিগম নয়, রাজ্যের সমস্ত সরকারি দফতরে লুঠপাট চলছে। তৃণমূল কাউন্সিলরের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অগ্নিমিত্রা বলেন, রণবীরকে ধন্যবাদ। উনি নিজের শিরদাঁড়া বিক্রি করেননি। তাই তাঁকে স্যালুট জানাই।