শেষ আপডেট: 30th November 2023 16:35
দ্য ওয়াল ব্যুরো: বেআইনিভাবে মাঠ 'দখল' করেছে স্থানীয় ক্লাব, এমন অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড খাস কলকাতার গলফগ্রিন এলাকায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবারই মাঠ থেকে ক্লাবকে 'উচ্ছেদ' করতে গিয়েছিল প্রশাসনিক আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশ পৌঁছতেই তাদেরকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।
নেতাজি জাতীয় সেবাদল নামে একটি ক্লাবের মাঠকে কেন্দ্র করে ঝামেলা বহুদিনের। ২০১৯ সালে বিষয়টি গড়ায় আদালতে। চার বছর মামলা চলার পর হাইকোর্ট নির্দেশ দেয় ৩০ নভেম্বরের মধ্যে পুলিশকে গিয়ে পদক্ষেপ নিতে হবে। সেই নির্দেশ মতো এদিন মাঠের সামনে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশ পৌঁছতেই বিশৃঙ্খলা শুরু হয়। মাঠটি তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর ওয়ার্ডে। এদিন পুলিশ আসতেই তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নেতৃত্বে ছিলেন তপন দাশগুপ্ত। পথ অবরোধ করেন ক্লাব সদস্যরা। যার জেরে গোটা এলাকার যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
জানা গেছে, রানিকুটি থেকে বাঘাযতীন যাওয়ার রাস্তা ৪৫ থেকে ৫০ মিনিট অবরুদ্ধ ছিল। পরপর দাঁড়িয়ে পড়ে স্কুল বাসও। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএসএসডি বিদিশা কলিতা সহ একাধিক উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা। তাঁরা বিক্ষুদ্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে, তাঁরা হাইকোর্টের নির্দেশেই এসেছেন।
কে বা কারা হাইকোর্টে মামলা করেছে সেই বিষয়ে নিশ্চিত না ক্লাব সদস্যরা। ২০১৯ সাল থেকেই মামলা চলে আসছে। এত বছর হয়ে যাওয়ার পরেও কেন ঘিরে দেওয়া হয়নি এই জমি, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাঁদের কথায়, ছোটবেলা থেকে তাঁরা এই মাঠটি দেখে আসছেন। জমি মাফিয়ারা এই মাঠটিকে দখল নেওয়ার চেষ্টা করছে এমনটাই অভিযোগ পৌর প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয়দের।
পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধরে বচসা হয় স্থানীয়দের। ক্লাব সদস্যদের কথায়, তাঁরা আইনি পদক্ষেপ করবে। পুলিশকে সে কথা জানায়ও তাঁরা। ৪৫ মিনিট বাদে পুলিশের সঙ্গে কথা বলার পরই পথ অবরোধ তোলেন স্থানীয়রা।