শেষ আপডেট: 4th March 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রিয়জনের মৃত্যুর পর পঞ্চায়েতের কাছে সমব্যথী প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিলেন। সেই টাকা হাতে পাওয়া তো দূরের কথা, আবেদনকারীদের সই নকল করে পুরো টাকাটাই আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ল নদিয়ার রানাঘাট-১ ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ইতিমধ্যেই নতুন বোর্ডের কাছে টাকা আত্মসাতের প্রায় সাতটি অভিযোগ জমা পড়েছে উপভোক্তাদের। এই অভিযোগ পাওয়ার পরেই তৎকালীন পঞ্চায়েত বোর্ডের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা।
অভিযোগ, সমব্যথী প্রকল্পের জন্য আবেদনকারী মাত্র কয়েকজনের হাতে ২ হাজার করে টাকা তুলে দেওয়া হলেও, বেশিরভাগ আবেদনকারীই একটিও টাকা পাননি। এভাবেই কেটে গিয়েছে প্রায় দু’বছর। পঞ্চায়েত অফিসে এসে বহুবার ঘুরে গেলেও, বারবার তাঁদের বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল পরিচালিত নতুন বোর্ড গঠন হতেই সরকারি প্রকল্পের টাকা তছরুপের এই ঘটনা সামনে আসে। তখন আবেদনকারীরা জানতে পারেন তাঁদের সই জাল করে টাকা তুলে নেওয়া হয়েছে।
মেনকা রাজবংশী এমনই একজন আবেদনকারীর আত্মীয়া। তিনি জানান, তাঁর বড় ভাসুরের মৃত্যুর পর সমব্যথী প্রকল্পে আবেদন করেছিলেন তাঁর মেজো ভাসুর। টাকাটা পেলে তাঁর বড় জায়ের কিছুটা সুবিধা হত। তবে মেজো ভাসুর বারবার পঞ্চায়েত অফিসে গেলেও টাকা পাননি। পরে জানতে পারেন তাঁর সই জাল করে টাকা তুলে নেওয়া হয়েছে। আরেক বাসিন্দা পল্লবী নাথ জানান, ২০২২ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর সমব্যথী প্রকল্পে আবেদন জানিয়েছিলেন। কিন্তু টাকা পাননি। পরে জানতে পারেন তাঁরা টাকা না পেলেও সেই টাকা অন্য কেউ তুলে নিয়েছে। একইভাবে বিমল রাজবংশী, উমা নাথ, পবিত্র পালের মতো আবেদনকারীরাও পঞ্চায়েত অফিসে গিয়ে জানতে পারেন, তাঁদের সই নকল করে ইতিমধ্যেই প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। এমনকী পঞ্চায়েতের রেজিস্ট্রারেও তার উল্লেখ রয়েছে।
হবিবপুর পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস বলেন, দায়িত্বে আসার পর এই সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন। জানতে পেরেছেন, সমব্যথী প্রকল্পে আবেদনকারীদের অনেকেই টাকা পাননি। তবে সেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। গোটা বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠার পরেই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূল কংগ্রেসের গোপাল ঘোষ বলেন, ''সমব্যথী প্রকল্পের টাকা প্রাপকদের হাতে তুলে দেওয়ার এক্তিয়ার প্রধানের হাতে থাকে না। সেই কাজ পঞ্চায়েতের নির্বাহী সহায়ক ও পঞ্চায়েত সচিবের। এমন ঘটনা ঘটেছে কিনা, আমার জানা নেই।"
সমব্যথী প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রানাঘাট-১ নম্বর ব্লক প্রশাসন।