শেষ আপডেট: 16th March 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকেই তাঁর প্রচার শুরু করবেন। জমি আন্দোলনের ভূমি সেই সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন তিনি। স্লোগান উঠল, দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ।
শনিবার দুপুর দুটো নাগাদ সিঙ্গুরে এসে পৌঁছন রচনা। ডাকাত কালীমন্দিরে পুজো দেন। পাশের একটি শিব মন্দিরেও পুজো দেন। তৃণমূলের তারকা প্রার্থীকে একবার দেখার জন্য তখন রীতিমতো উদগ্রীব মানুষ। তিনি পৌঁছে গেছেন খবর পেয়েই ভিড় বাড়তে থাকে। ডাকাত কালীমন্দির চত্বরে উলু ধ্বনি- শঙ্খ ধ্বনি- ঢাকের বাজনায় স্বাগত জানানো হয় তৃণমূল প্রার্থীকে। ডাকাত কালীমন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা। পথে দেওয়ালে নিজের নাম লিখতে নিজেই তুলি ধরেন।
হুগলি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা সিঙ্গুর, ধনিয়াখালি, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড় ও পান্ডুয়া বিধানসভার বিধায়করা এবং জেলা তৃণমূল নেতৃত্ব প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেন। কীভাবে প্রচার, নতুন কী কৌশল, কবে থেকে রোড শো, এমন নানা বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক বলে জানা গেছে। নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর লোহা পট্টিতে একটি কর্মিসভা করে ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রের দিকে রওনা হন রচনা। ধনিয়াখালি বাসস্ট্যান্ডে সভার পর চুঁচুড়া গিয়ে রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দেবেন। সন্ধায় চুঁচুড়া খাদিনার মোড়ে তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করবেন রচনা।
প্রচারের প্রথমদিনই রচনাকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠে জনতা। ডাকাত কালীমন্দিরে পুজো দিতে যাওয়ার সময় 'দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ' বলে স্লোগান ওঠে। রচনাও হাসিমুখে হাত নেড়ে মানুষের অভিনন্দন গ্রহণ করেন। ভিড় সামলাতে তখন রীতিমতো হিমসিম অবস্থা তৃণমূল বিধায়কদের।