শেষ আপডেট: 21st March 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: যে পঞ্চায়েত তৃণমূলকে বেশি ভোটে জেতাবে সেখানকার বাসিন্দাদের ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে। নৈহাটিতে ঘোষণা করলেন পার্থ ভৌমিক।
কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা না দিচ্ছে না, এই অভিযোগ বারবার করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বারবার এই নিয়ে দিল্লিতে দরবার করেছেন এ রাজ্যের সাংসদরা। কিন্তু ফল না মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার প্রাপকদের আবাস যোজনার টাকা দেবে।
নৈহাটির এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক হঠাৎই নাটকীয়ভাবে বলে ওঠেন, "চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত লোকসভায় তৃণমূলকে জেতাবে, তাদের আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন।" সঙ্গে সঙ্গেই প্রশ্ন উড়ে আসে, "আর পুরসভা"? পার্থবাবু তখনই উত্তর দেন "পুরসভার ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হবে।"
এর আগে আমডাঙায় প্রচারে গিয়ে ভোটে জেতালেই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে প্রশ্নের মুখে পড়েছিলেন পার্থবাবু। এবার নৈহাটিতেও তিনি ভোটারদের টোপ দিচ্ছেন বলে অভিযোগ করেন। রাজ্য বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত বলেন, "আসলে পার্থ ভৌমিক বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস জিতবে না। সেই কারণে মানুষকে ভুল বোঝাচ্ছেন। এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে।