শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 29th October 2024 22:46
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই শাসকদলের এক অনুষ্ঠানে গিয়ে সংবর্ধনা নিয়ে বিতর্কে জড়িয়েছেন মালদহের মানিকচক থানর আইসি। এবার আসানসোলের বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন পালন করছেন ওসি! অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। তাতে বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংকে কেক কাটতে দেখা যায়। পাশে উর্দি পরে দাঁড়িয়ে আছেন থানার ওসি।
এদিন বারাবনিতে দলের এক অনুষ্ঠানে গিয়ে এ ব্যাপারে গুরুতর অভিযোগ আনেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "বারানতিতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছেন। ওসি তাদেরকে থানায় ডেকে কেক কাটানোর ব্যবস্থা করেন, মিষ্টি খাওয়াচ্ছেন আসলে এই নেতারা তোলাবাজ। তোলাবাজ-পুলিশ মিলে মিশে একাকার হয়ে গেছে। তাই বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই।"
এব্যাপারে বারাবনি থানার ওসির কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া জানা যায়নি জেলা পুলিশের পদস্থ কর্তাদেরও। তবে অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও যার বিরুদ্ধে অভিযোগ, বারাবনির সেই ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং বলেন, "মানুষ ভালবেসে আমার জন্মদিন পালন করেছে। কারণ, মানুষ আমার সঙ্গে রয়েছে। এটাই বিজেপির সহ্য হচ্ছে না। তাই কুৎসা করছে।"
থানায় গিয়ে জন্মদিনের কেক কাটেননি বলেও দাবি করেছেন অসিতবাবু। তাঁর দাবি, "শুভেন্দুকে ওর দলের নেতারা ভুল তথ্য দিয়েছেন। তারই ভিত্তিতে উনি এই কুৎসা করে গেলেন। আগামীদিনে মানুষ এর জবাব দেবে।"