শেষ আপডেট: 6th March 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার Ghost Voter) ইস্যুতে এবার রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) দফতরে তৃণমূলের প্রতিনিধি দল।
ভুয়ো ভোটার (Ghost Voter) ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক (TMC Core Committee Meeting) বসেছিলেন নেতৃত্ব। ওই বৈঠক শেষেই এদিন বিকালে সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল রাজ্য ইলেকশন কমিশনের অফিসে পৌঁছন। অবিলম্বে ভোটার লিস্ট থেকে ভূতুড়ে ভোটারদের নাম বাদ দেওয়া, তালিকায় স্বচ্ছতা আনা-সহ একাধিক দাবি জানান তাঁরা।
২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের বৈঠক থেকে ভূতুড়ে ভোটার ইস্যুতে দলের নেতা, কর্মীদের সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার একই এপিক নম্বরে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে বিহার, মহারাষ্ট্রের মতো বাংলা দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ কাজে বিজেপিকে স্বয়ং নির্বাচন কমিশন সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছিলেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলার প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন।"
এরপরই ভোটার তালিকা থেকে ভূতুড়ে নাম খুঁজে বের করতে দলের নেতা কর্মীদের বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। এদিন জেলার সভাপতি, চেয়ারম্যানদের নিয়ে এ সংক্রান্ত বৈঠকে বসেছিল কোর কমিটি। ওই বৈঠকের পরই সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ চক্রবর্তীদের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান। প্রতিনিধি দলে ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম,
অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।