শেষ আপডেট: 11th May 2024 10:24
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নির্বাচনী সফর সেরে ফেরার সময় অন্ডাল বিমানবন্দরে এক কয়লা মাফিয়ার কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফুলের তোড়া নিয়েছেন বলে অভিযোগ! অমিতের বিরুদ্ধে এই অভিযোগে সরব তৃণমূল।
ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল একটি ছবি (ছবির সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। তাতে জয়দেব খাঁ নামে এক ব্যক্তিকে অমিত শাহের হাতে ফুলের তোড়া দিতে দেখা যাচ্ছে।
ওই ছবিকে সামনে রেখে আসানসোলের তৃণমূল নেতৃত্বর অভিযোগ, কয়লা মাফিয়া জয়দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। তা সত্ত্বেও সিবিআই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেনি। কারণ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ!
তৃণমূলের আসানসোল পুরসভার কাউন্সিলর অশোক রুদ্র বলেন, ‘‘বিজেপি দলটার নীচ থেকে উপর, পুরো দুর্নীতিতে জড়িত। তা না হলে কয়লা মাফিয়ার হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ফুলের তোড়া নেবেন কেন?"
অভিযোগ উড়িয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "জয়দেব কয়লা মাফিয়া নন। উনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল ওর বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা এনেছে।"
একই বক্তব্য জয়দেব খাঁরও। তিনি বলেন, "২০১৯ সালে বিজেপিতে যোগ দিই। তারপরই তৃণমূলের নির্দেশে পুলিশ আমার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করে।"
শুক্রবার বঙ্গ প্রচারে এসেছিলেন অমিত শাহ। রানাঘাট, রামপুরহাটের সভা শেষে আসানসোলে রোড শো করে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লি রওনা দেন। শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য বিজেপির ১৬ জন নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই দলে ছিলেন জয়দেবও।