শেষ আপডেট: 21st July 2024 08:35
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে ঘিরে শুক্রবার থেকেই ভিড় বাড়ছিল কলকাতা শহরে। দূরের জেলাগুলি থেকে আসতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শনিবার রাত থেকেও জেলার বিভিন্ন স্টেশন, বাসস্ট্যান্ডে দেখা গিয়েছে মানুষের ভিড়। সকলেরই গন্তব্য ধর্মতলা, ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ।
শনিবার থেকেই ধর্মতলা কার্যত উৎসবের চেহারা নিয়েছিল। রবিবার ভোরের আলো ফোটার পর থেকেই দলে দলে মানুষকে দেখা গিয়েছে ধর্মতলার দিকে যেতে। চারিদিকে শুধুই কালো মাথার ভিড়। হাওড়া, শিয়ালদহ মুখী ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। তথৈবচ হাল বাসেও। অনেকে আবার জলপথেও শহিদ মঞ্চে আসছেন। ফলে ভিড় দেখা গেছে ফেরিঘাটেও। সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় রীতিমতো যানজটের পরিস্থিতি।
ইতিমধ্যে দূরের জেলার কর্মীদের থাকার জন্য নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক এবং সেন্ট্রাল পার্কে ব্যবস্থা করা হয়েছে। বেলা ১০টা নাগাদ সেখান থেকে মিছিল করে রওনা দেবেন কর্মীরা। ভিড় সামলাতে ইতিমধ্যে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা শুরু করেছে পুলিশ।
লোকসভা ভোট এবং বিধানসভা উপ নির্বাচনের পর শাসকদলের এই প্রথম বড় কোনও সমাবেশ। স্বাভাবিকভাবে, এবারের ২১ জুলাই সব দিক থেকেই তাৎফর্যপূর্ণ। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা নিয়ে কৌতূহলী সবমহল।
এবারের ২১ জুলাইয়ে মূল মঞ্চের আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আরও একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হতে চলেছে ৪৮/২৪ ফুট। পাশাপাশি আরও একটি তৃতীয় মঞ্চ থাকবে যেখানে শহিদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সেই মঞ্চের আয়তন ৪০/২৪ ফুট। মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে পারে র্যাম্প, যার উচ্চতা হবে ১২ ফুটের মতো।