শেষ আপডেট: 12th January 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির মৈপীঠে মিলল বাঘের পায়ের ছাপ। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। রবিবার সকালে নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। তাঁদের দাবি, ঠাকুরান নদী পেরিয়ে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকেছে। বিষয়টি জানাজানি হওয়ার পরই খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা এলাকা ঘুরে দেখেন। লোকালয় সংলগ্ন এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, 'প্রায় এক কিলোমিটার এলাকা ঘেরার কাজ শুরু হয়েছে। বাঘ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।'
মৈপীঠে বাঘের আতঙ্ক নতুন নয়। এর আগেও গত ৬ জানুয়ারি বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। সে সময়ও বনকর্মীরা বাঘে খোঁজে তল্লাশি চালান। পায়ের ছাপ লক্ষ্য করে নদীবাঁধ সংলগ্ন এলাকায় পৌঁছন কিন্তু বাঘের দেখা মেলেনি। তবে, তাঁরা সেসময় বাঘের গর্জন পেয়েছিলেন। ফলে তাঁরা নিশ্চিত ছিলেন ওই এলাকায় বাঘ ছিল।
স্থানীয়দের মতে, মৃত গবাদি পশুর দেহ নদীর পারে ফেলা হয়েছিল, যা খেতে বাঘ গ্রামে আসে। তাঁদের বিশ্বাস, ৮ জানুয়ারি বাঘ ফিরে গিয়েছিল জঙ্গলে। কিন্তু ফের ফিরে এসেছে।
গত বৃহস্পতিবার সকালে মাকড়ি নদীর পাশে ম্যানগ্রোভের ঝোপেও বাঘের ছাপ পাওয়া যায়। স্থানীয়দের দাবি ছিল, রাতে বাঘ আজমলমারির জঙ্গল পেরিয়ে আবারও গ্রামে ঢুকে পড়েছে। এই ঘটনা ঘিরেও এলাকায় আতঙ্ক রয়েছে।
কুলতলি বা আশপাশের এলাকায় লোকালয়ে বাঘ চলে আসা নতুন বিষয় নয়। কিন্তু সাম্প্রতিককালে পর পর বাঘের পায়ের ছাপ পাওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। তাঁদের বক্তব্য, রুজি-রুটির জন্য জঙ্গলে তো যেতেই হয়। এমন হলে, জঙ্গলে যাওয়া বিপজ্জনক। ফলে জঙ্গল সংলগ্ন এলাকায় আলো দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি জঙ্গল সংলগ্ন পুরো এলাকা জাল দিয়ে ঘেরারও দাবি জানানো হয়।