শেষ আপডেট: 17th December 2023 21:45
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নদীখাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল বাঘ! নিখোঁজ মৎস্যজীবীর নাম মৃত্যুঞ্জয় সুতার। ২৮ বছরের মৃত্যুঞ্জয়ের বাড়ির ঝড়খালির কোস্টাল থানার অন্তর্গত ৪ নম্বর আশ্রম পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় তাঁর তিন সঙ্গীর সঙ্গে বুধবার বাড়িতে থেকে সুন্দরবনের নদীখাড়িতে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন। শনিবার বিকেলে তাঁরা সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা নেতিধোপানি বসুখালি এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে যান। সেই সময় গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে অতর্কিতে পিছন থেকে মৃত্যুঞ্জয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা তখন খানিকটা দূরে থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি।
পিছনের দিকে ঘুরতেই তাঁরা দেখতে পান, মৃত্যুঞ্জয়ের ঘাড় কামড়ে ধরে বাঘ জঙ্গলের ভিতরে তাঁকে টেনে নিয়ে যাচ্ছে । ভয়ে তারা চিৎকার করতে থাকেন। বন্ধুকে বাঁচাতে ছুটে যান। কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াইও হয়। কিন্তু কোনও লাভ হয়নি। ততক্ষণে ওই যুবককে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় বাঘটি।
এদিকে বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধার করতে না পেরে তিন মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে। মৃত্যুঞ্জয়ের পরিবারকে বিষয়টি জানালে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ হয়ে পড়ে এলাকা। গত বৃহস্পতিবারই বাঘের হামলায় মৃত্যু হয়েছিল ঝড়খালি কোস্টাল থানার ২ নম্বর নেহেরু পল্লির বাসিন্দা মৎস্যজীবী সুশান্ত প্রামাণিকের।