শেষ আপডেট: 1st October 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: পাথর ভাঙার কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিন শ্রমিকের। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের মহিষাগড়িয়া গ্রামের কাছেই একটি খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই পাথর খাদানে ধস নামে। পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে মহিষাগড়িয়ার ওই খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন চার শ্রমিক। আচমকাই হুড়মুড়িয়ে খাদানে ধস নামে। ধসের নীচে চাপা পড়েন চার শ্রমিক। দুর্ঘটনায় মৃত তিন শ্রমিকের দেহ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অন্যজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, খাদানে ড্রিলিংয়ের কারণেই ঘটে যায় বিপত্তি। মৃতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেলেও বাকি দুজনের সম্পর্কে কিছুই জানা যায়নি। তাঁদের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ খাদানের মালিক পিঙ্কু হাঁসদাকে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগ, বৃষ্টির ফলে পাথর খাদানগুলিতে ধস নামছিল। তার জেরেই দুর্ঘটনা। ধস নামা সত্ত্বেও কেন শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন খাদান মালিক।
স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের তরফে বারবার অভিযোগ জানালেও লাভ হয়নি। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার খোঁড়াখুঁড়ির কাজ চলছে। সে কারণেই এমন দুর্ঘটনা।