শেষ আপডেট: 8th February 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তিন পরীক্ষার্থী। আঘাত গুরুতর হওয়ায় তিনজনের কেউই পরীক্ষা দিতে পারল না। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের কাঁশবহাল এলাকায়।
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। সকাল সকাল পরীক্ষা দিতে বাইকে করে বলরামপুরের পরীক্ষা কেন্দ্র আসছিল তিন ছাত্র। মাঝ রাস্তায় একটি বেসরকারি বাস তাদের বাইকে ধাক্কা মারে। চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই তিন পরীক্ষার্থী। পথচারীরা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
মাধ্যমিকের পড়ুয়াদের জখম হওয়ার ঘটনা জানতে পেরে হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি এবং বলরামপুর ব্লকের পাঁচটি পরীক্ষা কেন্দ্রের এক্সাম ওসি বিশ্বরূপ হালদার। জখম পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
তিন পরীক্ষার্থীদের নাম সমীর গোপ, প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপ। সমীরের সিট পড়েছে লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপের পরীক্ষার সিট পড়েছে বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তিনজনেরই বাড়ি, বলরামপুর থানার ডাভা গ্রামে।