শেষ আপডেট: 16th February 2025 23:40
দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। সূত্রের খবর, রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে একটি স্কুটিতে চেপে এক দম্পতি আসছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের একমাত্র মেয়ে।
আচমকাই পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলেই বাবা, মা ও মেয়ের মৃত্যু হয় বলে খবর। খবর পেয়েই এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করলেও লাভের লাভ হয়নি। চিকিৎসকরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছ মৃতদের নাম জয়দীপ দাশগুপ্ত (৫২), স্ত্রী নিপা দাশগুপ্ত (৪৫) ও সায়নী দাশগুপ্ত (১৪)। এদিন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে লরিটি সজোরে স্কুটিতে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনজন। এয়ারপোর্ট থানা এলাকার বিশরপাড়ার বাসিন্দা ছিলেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে অটোমেটেড সিগন্যালিং সিস্টেম রয়েছে। তা বহু সময়েই কাজ করে না। এছাড়া ওই এলাকায় পর্যাপ্ত আলোও নেই। তাই প্রায়শই দুর্ঘটনা ঘটে।
এদিনের দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। যার জেরে রবিবার সন্ধেয় যানজট তৈরি হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু হয় যান চলাচল। ঘাতক লরি ও চালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।