শেষ আপডেট: 9th November 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরে। কাবুয়া রোড কালী মন্দির এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন প্রাতঃভ্রমণকারীর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত তিনজনের নাম দিলীপ সাহা( ৪৯), ফেকনলাল রাম (৬০) ও চিকিৎসক সুরেশ খৈতান( ৬০)। প্রত্যেকে হরিশ্চন্দ্রপুরের তুলসীঘাটা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো পাঁচজন মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। এইসময় দ্রুত গতিতে আসে পিকআপ ভ্যানটি তিনজনকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।
দুর্ঘটনায় আহত হয়েছেন দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০) ও এলাকার আর এক বাসিন্দা শংকরপদ কর্মকার (৪৩)। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক মোহাম্মদ হেলাল (৪০)। তাঁর বাড়ি চাঁচলের স্বরূপগঞ্জের বিষণপুর এলাকায়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কার তীব্রতায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে ওই ব্যক্তিদের দেহ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় গাড়ির চালক-সহ আরও দুজনকে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তুলসীহাটা গ্রামের বাসিন্দারা বলেন, “রোজই সকালে ওরা হাঁটতে যান। এদিনও নিয়মের ব্যতিক্রম হয়নি। এমন বিপদ হবে কে জানত"। গ্রামের ঘরে ঘরে এখন শুধুই কান্নার রোল।