শেষ আপডেট: 3rd November 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ ফরাসি রাফালকে লাদাখ সীমান্তে পাঠানোর তোড়জোড় চলছে। তার মধ্যেই আজ আরও তিন রাফাল ফাইটার জেট উড়ে আসছে ভারতে। ফ্রান্স থেকে সরাসরি এসে পৌঁছবে গুজরাটের বায়ুসেনাঘাঁটিতে। আগের বারের মতো কোথাও বিরতি নেবে না বলেই খবর। গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছয় পাঁচ রাফাল যুদ্ধবিমান। তার মধ্যে তিনটি তিন আসনের ও দু’টি দুই আসনের। ফ্রান্স থেকে যাত্রা করার পরে আবু ধাবির আল আফরা এয়ার বেসে সামরিক বিরতি নেন পাইলটরা। মাঝ আকাশে জ্বালানিও ভরা হয়। বায়ুসেনা সূত্রে খবর, এবার ফ্রান্স থেকে সরাসরি ভারতের মাটিতেই নামবে তিন রাফাল ফাইটার জেট। জ্বালানি ভরে নেওয়া হবে আকাশেই। আম্বালা বায়ুসেনা ঘাঁটির গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনেরই অন্তর্ভুক্ত করা হয়েছে রাফাল ফাইটার জেটকে। আজ গুজরাটের জামনগর এয়ারবেসে নামার পরে আগামীকাল হরিয়ানায় পৌঁছবে এই তিন রাফাল। প্রতিরক্ষা সূত্রে খবর, আগামী বছর জানুয়ারিতে আসবে আরও তিনটি রাফাল ফাইটার জেট। পরের দফায় মার্চ ও এপ্রিলে যথাক্রমে পাঁচটি ও সাতটি রাফাল জেট চলে আসবে হরিয়ানার আম্বালা এয়ারবেসে। ২১টি রাফালের অন্তর্ভুক্তির পরে তিনটিকে পাঠানো হবে আলিপুরদুয়ারের হাসিমারা এয়ারবেসে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সে এখন সাতটি ট্রেনার রাফাল জেটে প্রশিক্ষণ নিচ্ছেন ভারতের পাইলটরা। মাঝা আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার প্রক্রিয়াও শেখানো হচ্ছে তাঁদের। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে রাফালের মতো মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট হাতে পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের এফ-১৬, জেএফ-২০ ফাইটার জেট ও চিনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ এয়ারক্রাফ্ট চেংড়ু জে-২০-র মুখোমুখি মোকাবিলা করার মতো ক্ষমতা আছে রাফালের। শীত পড়ছে লাদাখে। এর মধ্যেই এয়ার ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলছে ভারতীয় বায়ুসেনা। মিরাজ, সুখোই, মিগ ফাইটার জেট মোতায়েন রয়েছে সীমান্তে। পাঠানো হবে ফরাসি রাফাল ফাইটার জেটও। প্রতিরক্ষা সূত্রে খবর, পরের দফায় ফ্রান্স থেকে যে ১৬টি রাফাল পাঠানো হবে ভারতে তার প্রতিটির থেকে মিকা ও মেটিওর এয়ার-টু-এয়ার মিসাইল ছোড়ার প্রযুক্তি রয়েছে। সেই সঙ্গেই রাফালের সঙ্গে যোগ করা হয়েছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপের ক্ষেপণাস্ত্র স্কাল্প। মেটিওর হল বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ (বিভিআর) এয়ার-টু-এয়ার মিসাইল। ওজন ১৯০ কিলোগ্রাম। প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত টার্গেট করতে পারে। ‘স্কাল্প’ হল লো-অবজার্ভর ক্রুজ মিসাইল। দৈর্ঘ্যে ৫.১ মিটার এবং ওজন প্রায় ১৩০০ কিলোগ্রাম। ৬০০ কিলোমিটার পাল্লা অবধি লক্ষ্যে টার্গেট করতে পারে এই মিসাইল।