শেষ আপডেট: 25th January 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: যেন জম্মু-কাশ্মীরের উপদ্রুত এলাকা! উপর থেকে দেখলে বোঝা দায়, মাটির নীচে বাঙ্কার রয়েছে!
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার আমবাগানে একটি বাঙ্কারের হদিস পেয়েছিল বিএসএফ। সন্দেহ করা হচ্ছিল, মাটির নীচে আরও বাঙ্কার থাকতে পারে। রাতভর তল্লাশির পর আরও তিনটি বাঙ্কারের হদিশ পেয়েছেন জওয়াররা।
বিএসএফ সূত্রের খবর, বাঙ্কারগুলি থেকে ১ কোটি ৪০ লক্ষ ৫৮ হাজার টাকার ফেনসিডিল কাফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বাঙ্কারের ধরন এবং আয়তন দেখে বিএসএফ কর্তাদের সন্দেহ, শুধুই কাফ সিরাপ পাচারের জন্য এত নিখুঁতভাবে পরিকল্পনা করে বাঙ্কার বানানো নাও হয়ে থাকতে পারে। এর নেপথ্যে অন্য কারণও থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় সূত্রের খবর, মাটি খুঁড়ে ইটের গাঁথনি, তার ওপর টিনের দেওয়াল এবং ভেতরে লোহার বাঙ্কার। কোনওটা মাটির নীচে তো কোনওটা আমবাগানের নীচে। লোকচক্ষু এড়াতেই আমবাগান এলাকা বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। এলাকাটি থেকে সীমান্তের দূরত্ব মাত্র দেড় কিমি। ফলে, বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রেও এই বাঙ্কারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশে অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্তেও। সেক্ষেত্রে জঙ্গি নাশকতার জন্যও বাঙ্কার তৈরি করা হয়ে থাকতে পারে বলে কোনও কোনও মহলের অভিমত। তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফ সূত্রের খবর, জমির মালিক থেকে স্থানীয় পঞ্চায়েতের সদস্য, সকলকে জেরা করা হবে। কারণ, সকলের নজর এড়িয়ে এভাবে বাঙ্কার তৈরি এক প্রকার অসম্ভব বলেই মনে করছেন তাঁরা।
শুক্রবার গোপন সূত্রে বিএসএফের কাছে খবর আসে, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় মাটির নীচে বাঙ্কারে কিছু লুকিয়ে রাখা আছে। এরপরই মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের সংলগ্ন এলাকার বাগানে মাটি খোঁড়ার কাজ শুরু করে বাহিনী। বাগানের মাটি কিছুটা খুঁড়তেই দেখা মেলে বিশালাকার বাঙ্কার। তার মধ্যেই লুকিয়ে রাখা ছিল লক্ষ লক্ষ কাফ সিরাপের বোতল।
ইতিমধ্যে চারটি বাঙ্কারের হদিস মিলেছে। শনিবার বিকেলেই অভিযান শেষ করে বিএসএফ। এক্ষেত্রে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।