শেষ আপডেট: 9th December 2024 09:59
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। উড়ল বাড়ির ছাদ। মৃত তিন। রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় দেহের অংশ।
শীতের রাতে তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিলেন সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামের মানুষজন। রাত ১১টা নাগাদ বিকট শব্দে ঘুম ভাঙে। তাঁরা দেখেন, প্রবল বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ। গুরুতর জখম কয়েকজন।
জখম তিন জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। চিকিৎসকরা জানান, একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি দু'জনের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে যাওয়ার পর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। বোমা ফেটে এই বিস্ফোরণ। যদিও এই দাবি মানতে নারাজ মৃত তিন জনের পরিবার। তাঁদের দাবি, বাইরে থেকে ওই তিনজনকে লক্ষ্য করে বোমা মারা হয় রাতে।
গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রাত থেকেই গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।