Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা
TMC VS BJP

নার্সিংহোমে চিকিৎসককে হুমকি! ভিডিও ভাইরাল হতেই বিজেপি নেতা কৌস্তভকে নিশানা পার্থ ভৌমিকের

ডক্টরস ডে'তে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল। 

নার্সিংহোমে চিকিৎসককে হুমকি! ভিডিও ভাইরাল হতেই বিজেপি নেতা কৌস্তভকে নিশানা পার্থ ভৌমিকের

শেষ আপডেট: 3 July 2025 10:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডক্টরস ডে'তে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল। সেই ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, নার্সিংহোম চত্বরে চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন কৌস্তভ বাগচী। রোগীর পরিবারের পক্ষে তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সেই ঘটনায় চিকিৎসা প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক অমৃত ঘোষ। রাজ্যের চিকিৎসক সংগঠনের পক্ষ থেকেও মুখ্যসচিবকে লিখিতভাবে জানানো হয়েছে বিষয়টি।

ঘটনার পরদিনই নার্সিংহোমে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। চিকিৎসকের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “চিকিৎসকদের হেনস্থা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

ডক্টরস ডে-র দিন এমন ঘটনা ঘিরে ক্ষুব্ধ চিকিৎসক মহল। পরিস্থিতি খতিয়ে দেখতে নার্সিংহোমে যান প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তাঁরা জানান, গোটা বিষয়টি রিপোর্ট আকারে তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে পাঠানো হবে।


ভিডিও স্টোরি