Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Seat 11A: দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই বেঁচে ফেরায় অদ্ভুত মিল! নেপথ্যে সেই ‘মিরাকল সিট’বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ

তাইওয়ানে ডিম্বাণু সংরক্ষণ করছেন হাজার হাজার মহিলা, কেন এত হুড়োহুড়ি

দ্য ওয়াল ব্যুরো: ৩০ অবধি আর অপেক্ষা করছেন না তাইওয়ানের (Taiwan) মেয়েরা। সময় থাকতেই ডিম্বাণু সংরক্ষণ করে রাখার (Egg Freezing) জন্য হুড়োহুড়ি পড়ে গেছে তাইওয়ানের মহিলাদের মধ্যে। হাসপাতালে, প্রাইভেট ক্লিনিকে মহিলাদের লম্বা লাইন। তাই

তাইওয়ানে ডিম্বাণু সংরক্ষণ করছেন হাজার হাজার মহিলা, কেন এত হুড়োহুড়ি

শেষ আপডেট: 2 August 2023 06:06

দ্য ওয়াল ব্যুরো: ৩০ অবধি আর অপেক্ষা করছেন না তাইওয়ানের (Taiwan) মেয়েরা। সময় থাকতেই ডিম্বাণু সংরক্ষণ করে রাখার (Egg Freezing) জন্য হুড়োহুড়ি পড়ে গেছে তাইওয়ানের মহিলাদের মধ্যে। হাসপাতালে, প্রাইভেট ক্লিনিকে মহিলাদের লম্বা লাইন।

তাইওয়ানে ৩০-৩৯ বছরের মহিলারা তো আছেনই, এর চেয়ে কমবয়সি মহিলারাও ডিম্বাণু সংরক্ষণ (Egg Freezing) করে রাখতে ছুটছেন ডাক্তারের চেম্বারে। 

কী এমন হল? তাইওয়ানের উ হো-সু মেমোরিয়াল হাসপাতালের রিপ্রোডাকশন মেডিক্যাল সেন্টারের চিফ ডিরেক্টর লি ওয়াই-পিং বলছেন, চিনে ডিম্বাণু সংরক্ষণ করে রাখার পদ্ধতি নিষিদ্ধ। তাইওয়ানে এই প্রক্রিয়া আইনত বৈধ। তাই তাইওয়ানের মহিলারা সময় থাকতেই ডিম্বাণু সংরক্ষণ করছেন। লি-র কথায়, তাইওয়ানে বেশিরভাগ মহিলাই বিয়ে করতে চাইছেন না। স্বাধীন ভাবে বাঁচতে চাইছেন মেয়েরা। তবে সন্তান চাইছেন অনেকেই। সিঙ্গল মাদার হতে তাই ডিম্বাণু সংরক্ষণের দিকেই ঝুঁকছেন তাইওয়ানের মহিলারা।  আবার কেরিয়ার সামলে বেশি বয়সে বিয়ে করছেন অনেকেই। সেক্ষেত্রেও সন্তানের জন্য আগে থেকেই ডিম্বাণু সংরক্ষণ করে রাখছেন।

প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু বলিউডের এমন অনেক অভিনেত্রীই আছেন যাঁরা তাঁদের কমবয়সে ডিম্বাণু সংরক্ষণ (Egg Freezing) করে রেখেছিলেন। বিশ্বজুড়েই এখন এগ ফ্রিজিং-এর দিকে ঝুঁকছেন মহিলারা। নানা কারণে অনেক মহিলাই বিয়ের পর সন্তানধারণ করতে চান না। বেশি বয়স পর্যন্ত পুরুষরা প্রজননে সক্ষম হলেও মহিলাদের ক্ষেত্রে তা সম্ভব নয়। তাই এগ ফ্রিজ বা ডিম্বাণু সংরক্ষণ করে রাখলে পরবর্তী সময়ে মা হওয়াতে তেমন সমস্যা হয় না।

লি বলছেন, জন্মের সময় প্রতিটি মেয়েরই শরীরে ডিম্বাণুর নির্দিষ্ট পরিমাণ থাকে। গর্ভাবস্থার ২০ সপ্তাহে স্ত্রী ভ্রূণের প্রায় ৬০ লক্ষ ডিম থাকে। জন্মের সময় মেয়েরা তাদের প্রায় অর্ধেক ডিম হারিয়ে ফেলে, এবং যখন তারা বয়ঃসন্ধিতে প্রবেশ করে, তখন ডিম্বাণুর সংখ্যা থাকে ৪ লক্ষের কাছাকাছি। ত্রিশ বছর বয়স হওয়ার আগে এগ ফ্রিজিং করলে ফল ভাল পাওয়া যায়। দেরি হলেও তা যেন ৩৫ বছর বয়স হওয়ার আগেই হয়। কম বয়সে এগ ফ্রিজিং করলে সেই ডিম্বাণুর মান ভাল হয়, পরবর্তী সময়ে মা হতে কোনও সমস্যা হয় না।


ভিডিও স্টোরি